পাকিস্তানে ট্রেন হাইজ্যাক: সেনাবাহিনীর সফল অভিযান, সব যাত্রী মুক্ত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেন হাইজ্যাকের ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী সফল অভিযান চালিয়ে সব যাত্রীকে মুক্ত করেছে। তবে এই অভিযানে ২৮ জন সেনা সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে জাফর এক্সপ্রেস ট্রেনটি হাইজ্যাক করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এই ঘটনায় ৪৫০ জনের বেশি যাত্রী জিম্মি হয়েছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী নিশ্চিত করেছেন যে, সন্ত্রাসীদের হাত থেকে সব যাত্রীকে মুক্ত করা হয়েছে। তিনি জানান, ৩৩ জন সন্ত্রাসীকে মেরে ফেলা হয়েছে এবং অভিযানে চার ফ্রন্টিয়ার কর্পস সদস্য শাহাদাতবরণ করেছেন।
অভিযানের সময় সন্ত্রাসীরা জিম্মিদের, যার মধ্যে নারী ও শিশুরাও ছিল, মানবঢাল হিসেবে ব্যবহার করে। হামলাকারীরা জিম্মিদের বিভিন্ন দলে ভাগ করে রাখে এবং তাদের মধ্যে আত্মঘাতী হামলাকারীদের বসিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর স্নাইপাররা আত্মঘাতী হামলাকারীদের নিষ্ক্রিয় করে। এছাড়া, সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করছিল।
অভিযানের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা জানান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই ভীরুতাপূর্ণ হামলা পাকিস্তানের শান্তির সংকল্পকে নড়াতে পারবে না। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, যারা রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা চালায়, তাদের বিরুদ্ধে রাষ্ট্র কঠোর শাস্তি দেবে।