রাশিয়ায় ইউক্রেনের পাল্টা আঘাত, প্রতিঘণ্টায় নিহত ৫৫ রুশ সেনা

যুক্তরাষ্ট্র থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী যেখানে কুর্স্ক অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ব্যস্ত, সেখানে ইউক্রেনের সেনারা রুশ সৈন্যদের ওপর একের পর এক আঘাত হানছে।
ইউক্রেনের সামরিক সূত্র জানিয়েছে, মাত্র ৭২ ঘণ্টায় ৩,৯৩০ রুশ সেনাকে হত্যা করা হয়েছে। কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মার্চ ইউক্রেন ১,৩০০, ১২ মার্চ ১,৪৩০ এবং ১৩ মার্চ ১,২০০ রুশ সৈন্যকে হত্যা করেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মতে, এই সময়ে রাশিয়ার অন্তত ১৫টি ট্যাংক ধ্বংস করা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আর্মড ইউনিট, বিশেষ করে তাদের কামান ও ট্যাংক বিধ্বস্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যাতে মাটিতে রাশিয়ার শক্তি দুর্বল হয়।
খবরে আরও বলা হয়েছে, ইউক্রেনের কাছে গোয়েন্দা তথ্য আসার পর তাদের সামরিক কার্যক্রম আরও তীব্র হয়েছে। এখন প্রতি ঘণ্টায় ৫৫ জন রুশ সেনা নিহত হচ্ছে, যেখানে আগে এই সংখ্যা ছিল ঘণ্টায় ৪০ জন। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন দাবি করছে, মোট ৮ লাখ ৯০ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছে। যদিও রাশিয়া এখনো আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ক্ষয়ক্ষতি কমানোর জন্য দেশটি বড় আকারে ভাড়াটে বাহিনী ও কারাবন্দিদের সেনাদলে যুক্ত করছে, এমনকি উত্তর কোরিয়ার ২০ হাজার সেনাও রাশিয়ার পক্ষে লড়াই করছে।
ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধ শুধু সামরিক অভিযানে সীমাবদ্ধ নেই, তারা গেরিলা কৌশলেও রুশ বাহিনীকে বিপাকে ফেলছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনারা রুশ বাঙ্কারে মৌমাছির চাক ফেলে সৈন্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। যুদ্ধের ময়দানে ইউক্রেনের এমন অভিনব কৌশল পুতিনের বাহিনীকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।