বিজেপির নতুন জেলা সভাপতিদের তালিকা প্রকাশ, ১৫টি নতুন মুখ

পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিদের তালিকা অবশেষে প্রকাশিত হলো। শুক্রবার বিজেপির রাজ্য নেতৃত্ব ২৫টি জেলার সভাপতি ঘোষণা করেছে, যেখানে ১৫টি নতুন মুখ সুযোগ পেয়েছে। দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, শীঘ্রই বাকি ১৮টি জেলার সভাপতির নাম ঘোষণা করা হবে।
বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যে মোট ৪৩টি সাংগঠনিক জেলা রয়েছে, যার মধ্যে ৪২টি লোকসভা আসন ও ২৯৪টি বিধানসভা আসন অন্তর্ভুক্ত। দলের এক রাজ্য কমিটির সদস্য জানান, জেলা সভাপতিদের চূড়ান্ত তালিকা ঘোষণার পরই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। বর্তমানে রাজ্যের সভাপতি ও সংসদ সদস্য সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন। বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কারণে নতুন সভাপতি নিয়োগ অবশ্যম্ভাবী।
এদিকে, নতুন ঘোষিত ২৫টি জেলার মধ্যে ৬টি উত্তরবঙ্গের এবং ১৯টি দক্ষিণবঙ্গের অন্তর্ভুক্ত। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও বিধায়ক দীপক বর্মনের প্রকাশিত তালিকা অনুযায়ী, দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে। একই সঙ্গে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল-মুসলিমিন (AIMIM) রাজ্যের সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। দলটি মুসলমান, দলিত ও আদিবাসীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম ভোটব্যাংককে কেবলমাত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ এনেছে।