পাক সেনার কবরস্থান হয়ে উঠছে বেলুচিস্তান, সেনাবাহিনীর কনভয়ের ওপর বড় হামলা, বাড়ল প্রধানমন্ত্রী শাহবাজের উদ্বেগ
India News (ইন্ডিয়া নিউজ), IED বিস্ফোরণ বেলুচিস্তান: পাকিস্তান এই মুহূর্তে নিজের তৈরি ফাঁদে মারাত্মকভাবে আটকে পড়েছে। এই পরিস্থিতিতে, পাকিস্তান আর্মি এখনও জাফর এক্সপ্রেস ট্রেন হাইজ্যাকের ঘটনা থেকে পুরোপুরি সামলে উঠতে পারেনি, তার আগেই শাহবাজ শরিফের সেনাবাহিনীর ওপর আরও এক বড় সন্ত্রাসী হামলা হয়েছে।
এই হামলাটি বেলুচিস্তানে সংঘটিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তুরবাত শহরের কাছে সেনাবাহিনীর কনভয়ের ওপর এই হামলা চালানো হয়েছে।
ট্রেন হাইজ্যাকের মতোই এখানে আইইডি বিস্ফোরণের মাধ্যমে হামলা করা হয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
TTP-এর নিশানায় রয়েছে CPEC
এর আগে, বেলুচ লিবারেশন ফ্রন্ট (BLA) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) বহুবার CPEC ও পাকিস্তানের বিভিন্ন প্রকল্পে নিযুক্ত চীনা নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। এ কারণেই চীন পাকিস্তানে তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে। বেলুচ বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে চীনের বিনিয়োগের বিরোধিতা করে আসছে। সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কারণে CPEC-কে কেন্দ্র করে চীনের আশঙ্কা আরও বেড়ে গেছে।
বেলুচ জনগণের অপছন্দ চীন
CPEC-এর জন্য চীন ইতিমধ্যে বেলুচিস্তানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। তবে বেলুচ জনগণ সেখানে চীনের কার্যক্রম পছন্দ করছে না। ফলে স্থানীয় জনগণের মধ্যে CPEC-এর বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাদের ধারণা, এই প্রকল্প তাদের অঞ্চলের উন্নয়নের পরিবর্তে শুধুমাত্র চীন ও পাকিস্তানের স্বার্থরক্ষা করবে।
বেলুচ জনগণের পাশাপাশি ভারতও শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছে। কিছু পশ্চিমা দেশও এতে ভারতের পাশে দাঁড়িয়েছে। প্রকৃতপক্ষে, এই প্রকল্পটি পাকিস্তান ও চীনের নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতর দিয়ে যাচ্ছে, যা ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত। ফলে, ভারত একে তার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে।