‘পিছনে লেগে আছেন মামি… বারবার ভেঙে দিচ্ছেন সম্পর্ক, জোর করে শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করছেন’ পুলিশকে যুবক বলল- সাহেব! বাঁচান আমাকে

সাহেব, আমার মামি আমার বিয়ে হতে দিচ্ছেন না। মামা বাইরে থাকেন, আর সাত বছর ধরে মামি আমাকে শোষণ করছেন। তাঁর জন্যই আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। যখনই কোনো বিয়ের প্রস্তাব আসে, মামি আমার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে এফআইআর করার হুমকি দেন।
চিলুয়াতাল এলাকার ২৪ বছর বয়সী এক যুবক এসপি নর্থের কাছে গিয়ে মামির এই কর্মকাণ্ডের কথা জানিয়ে সাহায্য চেয়েছেন। যুবক জানিয়েছেন, মামি তাঁকে চাপ দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করেছেন।
এখন মামি ব্ল্যাকমেল করছেন। এসপি নর্থ চিলুয়াতাল থানার ইনচার্জকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
এসপি নর্থের কাছে করা অভিযোগে যুবক জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকেই মামার বাড়িতে ছিলেন এবং সেখান থেকেই পড়াশোনা করেছেন। বর্তমানে তাঁর বয়স বিবেচনা করে পরিবারের লোকজন বিয়ে দিতে চাইছেন।
এই কারণে প্রায়ই তাঁর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে লোকজন আসছেন। কিন্তু, যখনই মামি এই বিষয়ে জানতে পারেন, তখনই তিনি সেই সম্পর্ক ভেঙে দেন।
এটি একবার নয়, বহুবার ঘটেছে। পরিবারের লোকজন এই নিয়ে চিন্তিত। যুবক বলছেন, “মামি আমার পিছনে লেগে আছেন। তিনি চান আমি তাঁর সঙ্গেই থাকি এবং কোথাও বিয়ে না করি। মামি চান না যে আমার বিয়ে হোক। এক-দু’বার তো তিনি আমার বিরুদ্ধে থানায় গিয়েও মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ করেছেন, যাতে তিনি আমাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন।”