রক্তমাখা পোশাকে শেষকৃত্য, পহেলগাম হামলায় নিহত বাবার বিদায়ে কন্যার সাহস

পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত পুনের বাসিন্দা সন্তোষ জগদালের মেয়ে আশাভরি জগদালে বৃহস্পতিবার রক্তমাখা পোশাকেই বাবার শেষকৃত্যে নেতৃত্ব দিয়েছেন। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পাক-সমর্থিত লস্কর-ই-তৈয়বার হামলায় ২৬ জনের মধ্যে সন্তোষ ও তার বন্ধু কৌস্তুভ গানবোটে নিহত হন। আশাভরি ও তার মা বেঁচে গেলেও, হামলার স্মৃতি তাদের তাড়া করছে। পুনের বৈকুণ্ঠ শ্মশানে হাজারো মানুষ শোক মিছিলে পাকিস্তান-বিরোধী স্লোগান দিয়ে শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক এবং রাজনীতিবিদরা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে এসেছেন। এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার জগদালে ও গানবোটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। কৌস্তুভের স্ত্রী শরদ পাওয়ারকে বলেন, “আমরা বিন্দি খুলে ফেলেছিলাম, তবুও তারা আমাদের আলাদা করে হত্যা করেছে।” মহারাষ্ট্রের মন্ত্রী মাধুরী মিসালও শোক জানাতে আসেন। পরিবার অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই হামলা ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ভারতের কূটনৈতিক পদক্ষেপ, যেমন সিন্ধু জল চুক্তি স্থগিত, এই শোককে আরও গভীর করেছে। আশাভরির সাহসী পদক্ষেপ জাতির ক্রোধ ও সংহতির প্রতীক হয়ে উঠেছে।
#WATCH | Pune, Maharashtra | Asavari Jagdale leads the last rites of her father, Santosh Jagdale, who was killed in the Pahalgam terror attack. #PahalgamTerrorAttack pic.twitter.com/tFWcTwAsIL
— ANI (@ANI) April 24, 2025