পাহেলগামে সাংবাদিক চিত্রা ত্রিপাঠীর উপর হামলা, কাশ্মীরের উত্তেজনা প্রকাশ

পাহেলগাম, ২৪ এপ্রিল: জম্মু ও কাশ্মীরের পাহেলগাম সন্ত্রাসী হামলার রিপোর্টিং করতে গিয়ে এবিপি নিউজের সাংবাদিক চিত্রা ত্রিপাঠীর উপর স্থানীয় জনতা হামলা চালিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, চিত্রা বলছেন, “আমি শুধু আমার কাজ করছি। গালি দিচ্ছেন, মারতে চাইলে মারুন।” জনতা ‘গোদি মিডিয়া ডাউন’ ও ‘গুলিস্তান, আমরা লজ্জিত’ স্লোগান দিয়ে তাকে ঘিরে ফেলে।
আসামের মন্ত্রী অশোক সিংহল ভিডিও শেয়ার করে বলেন, “এটাই কাশ্মীর ও কাশ্মীরিয়তের বাস্তবতা।” সাংবাদিক অশোক শ্রীবাস্তব লিখেছেন, “২৪ ঘন্টার মধ্যে মুখোশ খুলেছে। হিন্দুদের লক্ষ্য করে হামলার রিপোর্টিং করায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে।” তিনি জনতাকে ‘পাকিস্তান নিপাত যাক’ স্লোগান দেওয়ার চ্যালেঞ্জ দেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা ধর্ম জিজ্ঞাসা করে হিন্দুদের হত্যা করেছে, তবু কিছু গোষ্ঠী মিডিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা কাশ্মীরের সংবেদনশীল পরিস্থিতি ও মিডিয়ার প্রতি ক্রমবর্ধমান বৈরিতা প্রকাশ করে। চিত্রার উপর হামলা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারের কঠোর পদক্ষেপের মধ্যে এই উত্তেজনা শান্ত করতে কূটনৈতিক ও স্থানীয় হস্তক্ষেপ জরুরি।
Chitra Tripathi was almost lynched. This is the reality of Kashmir and Kashmiriyat.
— Ashok Singhal (@TheAshokSinghal) April 23, 2025
You cannot negotiate peace with those whose existence depends on your annihilation.
More power to you, @chitraaum pic.twitter.com/VlyuDFr4QQ