কংগ্রেসের শাসনে ওয়াকফ সম্পত্তি লুট, মোদীর সংস্কারে আশা দেখছেন প্রাক্তন চ্যান্সেলর

মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চ্যান্সেলর ফিরোজ বখত আহমেদ ওয়াকফ সম্পত্তির লুণ্ঠনের জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। আইএএনএস-কে তিনি বলেন, “গত ৫৫-৬০ বছরে কংগ্রেস-নিযুক্ত ওয়াকফ বোর্ডের কর্মকর্তারা জমি অবৈধভাবে দখল করেছে এবং স্বল্প ভাড়ায় বণ্টন করেছে, যা মুসলিম সম্প্রদায়ের শিক্ষা ও কল্যাণে ক্ষতি করেছে।” সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানি ১৫ মে পর্যন্ত স্থগিত হওয়ায় এই অভিযোগ নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আহমেদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন, “মোদীজি ওয়াকফ সম্পত্তির অপব্যবহার রুখতে জমি উদ্ধার ও ভাড়া বৃদ্ধির মতো পদক্ষেপ নিয়েছেন।” তিনি মোদীর দৃষ্টিভঙ্গির উল্লেখ করে বলেন, “প্রতিটি মুসলিমের এক হাতে কুরআন, অন্য হাতে কম্পিউটার দেখতে চান তিনি।” তিনি মুসলিম সম্প্রদায়কে সিএএ, এনআরসি বা ৩৭০ ধারা নিয়ে বিরোধীদের বিভ্রান্তি এড়িয়ে ওয়াকফ সংস্কারে মোদীর পাশে থাকার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, ওয়াকফ আইন সংস্কার সম্পত্তির স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে, যা মুসলিম সম্প্রদায়ের উন্নয়নে সহায়ক হবে। আহমেদের বক্তব্য রাজনৈতিক তর্কের জন্ম দিলেও, এটি ওয়াকফ সম্পত্তির দীর্ঘদিনের অব্যবস্থাপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে।