ইয়েমেনে ইসরায়েলের তীব্র হামলা, হুথি ঘাঁটিতে ৩০ যুদ্ধবিমানের আঘাত

ইয়েমেনের সানা ও হোদেইদায় ইসরায়েলি বিমান বাহিনীর ৩০টি যুদ্ধবিমান ব্যাপক হামলা চালিয়েছে, যা হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর, যাতে আটজন আহত হন, এই অভিযান শুরু হয়। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, “গাজায় অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের হামলা চলবে।” ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জবাবে বলেন, “যারা আমাদের ক্ষতি করবে, তাদের সাত গুণ প্রতিশোধ নেওয়া হবে।”
হামলায় সানার সামরিক ঘাঁটি ও হোদেইদার তেল ডিপো ধ্বংস হয়েছে। হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যম বেসামরিক হতাহতের দাবি করলেও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে চালানো এই অভিযান গত কয়েক মাসে হুথিদের ওপর ৮০০টির বেশি বিমান হামলার অংশ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “ইরান-সমর্থিত হুথিরা আমাদের নাগরিকদের হুমকি দেয়, তাদের পরিণতি ভোগ করতে হবে।”
এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে, বিশেষ করে লোহিত সাগরের বাণিজ্যপথে। বিশেষজ্ঞরা মনে করেন, এটি বৈশ্বিক বাণিজ্যকে আরও বিঘ্নিত করতে পারে। জাতিসংঘ সংযমের আহ্বান জানালেও হুথিরা পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছে, যা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।