‘অপারেশন সিন্দুর’ চলাকালীন উত্তর ভারতের আকাশপথ স্থবির

বুধবার (৭ মে, ২০২৫) ভোরে ভারত পাকিস্তান সীমান্তের কাছে একাধিক সন্ত্রাসী ঘাঁটিতে সামরিক হামলা চালানোর সময় উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিমানবন্দর কর্মকর্তারা জানান, শ্রীনগর বিমানবন্দর সম্পূর্ণভাবে উড়ানের জন্য বন্ধ রাখা হয়েছে। এই ঘটনা উত্তর ভারতের আকাশপথে ব্যাপক প্রভাব ফেলেছে।
স্পাইসজেট এক্স-এ এক পোস্টে জানায়, লে, জম্মু, আমৃতসর, ধরমশালাসহ আরও কয়েকটি বিমানবন্দরও বন্ধ রয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জম্মু, শ্রীনগর, লে, জোধপুর, আমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে ও এই শহরগুলোতে তাদের উড়ান বুধবার দুপুর ১২টা পর্যন্ত বাতিল করা হয়েছে। ইন্ডিগো জানায়, তাদের বিকানের থেকে উড়ানও প্রভাবিত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা গেছে, নয়াদিল্লির উত্তরে ভারতীয় আকাশে কোনো বাণিজ্যিক উড়ান চলছে না।
বিমান সংস্থাগুলো সামাজিক মাধ্যমে যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, উড়ানের সময়সূচিতে বিঘ্ন ঘটতে পারে। তারা যাত্রীদের ফ্লাইটের অবস্থা যাচাই করে ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। এক যাত্রী এক্স-এ লিখেছেন, “শ্রীনগরে আমার ফ্লাইট বাতিল হয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছি।” সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এই ঘটনা উত্তর ভারতের যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিমানবন্দর বন্ধ থাকায় অনেকে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করছেন। সরকার ও বিমান সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।