১৭ বছরে ১০০ কোটির মালিক! শঙ্কর চন্দের অবিশ্বাস্য গল্প

১৭ বছরে ১০০ কোটির মালিক! শঙ্কর চন্দের অবিশ্বাস্য গল্প

যে বয়সে বেশিরভাগ কিশোর খেলাধুলা ও বিনোদনে মগ্ন থাকে, সেই ১৭ বছর বয়সে হায়দ্রাবাদের শঙ্কর চন্দ শেয়ার বাজারে ২০০০ টাকার বিনিয়োগ দিয়ে ১০০ কোটি টাকার সাম্রাজ্য গড়েছেন। মাত্র ২৪ বছর বয়সে তিনি দেশের অন্যতম সফল বিনিয়োগকারী। গ্রেটার নয়ডার বেনেট বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় শঙ্কর শেয়ার বাজারের প্রতি আকৃষ্ট হন। পড়াশোনা ছেড়ে তিনি বাজার নিয়ে গবেষণায় মনোনিবেশ করেন। তার প্রথম ১.৫ লাখ টাকার বিনিয়োগ দুই বছরে ১৩ লাখে পৌঁছে। এই সাফল্য তাকে ২০১৭ সালে ফিনটেক স্টার্টআপ ‘সাভার্ট’ প্রতিষ্ঠায় উৎসাহিত করে। “শঙ্করের গল্প তরুণদের জন্য প্রেরণা,” বলেন আর্থিক বিশ্লেষক রমেশ শর্মা।

শঙ্করের স্টার্টআপ প্রথম বছরে ১২ লাখ, দ্বিতীয় বছরে ১৪ লাখ এবং তৃতীয় বছরে ৩২ লাখ টাকা আয় করে। ২০২০-২১ সালে এটি ৪০ লাখ টাকা আয় করে। শঙ্কর এই অর্থ শেয়ার বাজারে পুনর্বিনিয়োগ করে বহুগুণ লাভ করেন। তার কো ম্পা নি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগে সহায়তা করে। ‘লিটল ঝুনঝুনওয়ালা’ নামে পরিচিত শঙ্কর এক সাক্ষাৎকারে বলেন, “আমার সম্পদ এখন ১০০ কোটি টাকা।” তার সাফল্যের রহস্য হলো ধৈর্য, গবেষণা ও সঠিক সিদ্ধান্ত। শঙ্করের গল্প প্রমাণ করে, বয়স কোনো বাধা নয়। এই তরুণ কি ভারতের পরবর্তী বিনিয়োগ গুরু হতে চলেছেন?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *