বাজেট, শিক্ষক সব থাকলেও নেই সাফল্য: বকসওহা স্কুলে বিপর্যস্ত ফলাফল

মধ্যপ্রদেশ বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফলে ছত্তরপুর জেলার বকসওহা ব্লকের সরকারি স্কুলগুলোর চিত্র অত্যন্ত হতাশাজনক। মোট ১৬টি হাইস্কুল ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২৫০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে, যাদের শিক্ষাদানে নিয়োজিত আছেন প্রায় ২৫০ শিক্ষক। রাজ্য সরকার এই স্কুলগুলোর জন্য প্রতি বছর প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ করে, যার মধ্যে শিক্ষক বেতন, মিড-ডে মিল, অবকাঠামো উন্নয়ন ও বৃত্তির মতো খাতে খরচ হয়। তবুও, এই ব্লকের অধিকাংশ স্কুলে ৮৫ শতাংশের বেশি শিক্ষার্থী ফেল করেছে।
বিশেষ করে তিনটি স্কুলে ফলাফল সবচেয়ে করুণ। সরকারী উচ্চমাধ্যমিক বিদ্যালয় বমহৌরিতে পাশের হার মাত্র ১১.৫৪%, আর বকসওহা সরকারী উচ্চমান বিদ্যালয়ে ১১.৮১%। এমনকি ‘পিএমশ্রী কন্যা উচ্চমাধ্যমিক বিদ্যালয় বকসওহা’তেও পাশ করেছে মাত্র ১৭.৫৪% ছাত্র। শুধুমাত্র ‘সিএম রাইজ মডেল স্কুল’ তুলনামূলক ভালো ফল করেছে, যেখানে পাশের হার ৪৫.৩৬%।
ব্লকের শিক্ষা কর্মকর্তা সত্যম চৌরসিয়া ব্যর্থতার পেছনে সময়ের অভাবকে দায়ী করেছেন। তিনি জানান, শিক্ষক পদায়ন ও অতিথি শিক্ষকের নিয়োগ বিলম্বে সম্পন্ন হওয়ায় পাঠদান শুরু হতে দেরি হয়েছিল। “ফেব্রুয়ারিতেই পরীক্ষা হয়ে যাওয়ায় পর্যাপ্ত পড়াশোনার সময় পাওয়া যায়নি,” বলে তিনি উল্লেখ করেন। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী শিক্ষাবর্ষে ফলাফল উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।