বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই, বয়স হয়েছিল ৫৩ বছর

বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা মুকুল দেব ২৩ মে রাতের দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। ‘জয় হো’, ‘আর… রাজকুমার’ ও ‘সন অফ সর্দার’-এর মতো হিট ছবিতে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।
খবরে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। শেষ ক’সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়, এবং সেখানেই শুক্রবার রাতে তিনি প্রয়াত হন। পরিচালক ও ঘনিষ্ঠ বন্ধু রোশন গ্যারি মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “গত ক’দিন ধরে সে হাসপাতালে ছিল, আমরা সেরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু শেষরক্ষা হলো না।”
চলচ্চিত্র জগতে শোকের ছায়া
মুকুল দেবের আকস্মিক প্রয়াণে হতবাক বলিউড। সহ-অভিনেত্রী দীপশিখা নাগপাল সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে লেখেন, “বিশ্বাসই হচ্ছে না, খুব দ্রুত চলে গেলে তুমি।” পরিচালক হংসল মেহতা ও প্রযোজক গুনীত মঙ্গাও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক প্রতিভাবান শিল্পীর অবদান
১৯৯৬ সালে ‘মুমকিন’ নামক টেলিভিশন সিরিজ দিয়ে অভিনয়ে পা রাখেন মুকুল দেব। তারপরে একাধিক চলচ্চিত্রে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। কমেডি হোক কিংবা গম্ভীর চরিত্র—দর্শকরা তাঁকে সবেতেই সমানভাবে ভালোবেসেছেন।
মুকুলের মৃত্যুতে শুধু বলিউড নয়, গোটা বিনোদন জগতই একজন প্রতিভাবান শিল্পীকে হারাল।