গৃহকলহের জেরে মৃত্যু? খেলন মাঁঝীর তলোয়ারেই নিথর হলেন পুত্রবধূ খুশবু

গৃহকলহের জেরে মৃত্যু? খেলন মাঁঝীর তলোয়ারেই নিথর হলেন পুত্রবধূ খুশবু

বিহারের জামুই জেলার সিকান্দরা থানার অন্তর্গত ইটাসাগর গ্রামে শুক্রবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পরিবারের কাজকর্মে ব্যস্ত পুত্রবধূ খুশবু দেবীর উপর আচমকাই তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েন তাঁর স্বয়ংস্বার্থপর ও মানসিকভাবে অসুস্থ বলে মনে করা সসুর, খেলন মাঁঝী। তলোয়ারের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় খুশবুর। ঘটনার পর থেকেই অভিযুক্ত সসুর পলাতক।

পুলিশ জানিয়েছে, নিহত খুশবু দেবীর বিয়ে প্রায় পাঁচ বছর আগে হয়েছিল খেলনের ছেলে রমন মাঁঝীর সঙ্গে। এই দম্পতির একটি সন্তানও রয়েছে। প্রতিবেশীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার ঠিক আগে পর্যন্ত বাড়িতে কোনো ঝগড়া-বিবাদ হয়নি। এমন হঠাৎ হিংস্রতার পিছনে পুরনো কোনো পারিবারিক কলহ কাজ করেছে বলেই প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সিকান্দরা থানার পুলিশ। বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত তলোয়ারটি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সদর হাসপাতালে। শনিবার দুপুরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

তদন্তে নেমেছে পুলিশ
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত খেলন মাঁঝীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এখনো পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ স্পষ্ট না হলেও পুলিশ অনুমান করছে, পারিবারিক কলহ বা মানসিক অস্থিরতার ফলেই এই নৃশংস হত্যাকাণ্ড। “এটি একটি অত্যন্ত দুঃখজনক ও জঘন্য অপরাধ। আমরা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেব,” জানিয়েছেন তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা।

এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত ও শোকাহত। সমাজে গার্হস্থ্য হিংসা এবং মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার গুরুত্ব ফের একবার সামনে এল এই ঘটনার মধ্য দিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *