গাজায় মানবিক বিপর্যয়, আর্থিক দিক থেকেও ভেঙে পড়ছে হামাস

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যেই চরম আর্থিক সংকটে পড়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস, এমনটাই দাবি করেছে লন্ডনভিত্তিক সংবাদপত্র আল-শারক আল-আওসাত। প্রতিবেদনে বলা হয়, সংগঠনের অভ্যন্তরে বেতন বন্ধ এবং নেতৃত্বহীনতার ফলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
গোপন সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, গত চার মাসে হামাস তার যোদ্ধাদের মাঝে মাত্র ৯০০ শেকেল (প্রায় ২৪০ মার্কিন ডলার) বিতরণ করতে পেরেছে। এই অবস্থাকে সংগঠনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আর্থিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। অনেক যোদ্ধা ও সদস্য এখনও বেতন পাননি, ফলে সংঘটনের অভ্যন্তরীণ সংহতি নিয়েও প্রশ্ন উঠছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর ধারাবাহিক আঘাতে হামাসের শীর্ষ নেতাদের অনেকেই নিহত হয়েছেন, যার ফলে নেতৃত্বের শূন্যতা ও সমন্বয়হীনতা বেড়েছে। অন্যদিকে, গাজায় মানবিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শনিবার ইসরায়েলি বিমান হামলায় খান ইউনিসে একই পরিবারের নয়টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। ইসরায়েল দাবি করেছে, তারা সেনাদের কাছাকাছি থাকা কিছু সন্দেহভাজনকে লক্ষ্য করেছিল, এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এমন অবস্থায় গাজায় ভবিষ্যতের স্থিতিশীলতা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।