স্টান্টের নেশায় জীবন ঝুঁকিতে, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র প্রতিক্রিয়া

স্টান্ট করা সব কারো কাজ নয়, এর জন্য লাগে দারুণ প্র্যাকটিস আর ধৈর্য। তবেই না তৈরি হয় এমন ভিডিও, যা দেখলে লোকজন অভিভূত হয়। আজকাল এমন ঝুঁকিপূর্ণ স্টান্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায়। অনেক যুবকই নজর কাড়তে নিজের জীবনের ঝুঁকি নেয়। এমনই এক বাইকারের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবক রাস্তার মাঝখানে মোটরবাইক চালাচ্ছে। কিন্তু ব্যতিক্রম হল, তার বাইকের সাইলেন্সার থেকে আগুন বেরোচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, সাইলেন্সারে এমন কিছু বসানো হয়েছে যাতে আগুনের ঝলক বের হয়। এই এক্সপেরিমেন্টের কারণে পুরো সাইলেন্সার গরম হয়ে লাল হয়ে গেছে। কিন্তু বাইকার নির্বিকারভাবে স্টান্ট করে চলেছে, যেন কিছুই হয়নি।
নেটিজেনরা এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ মজা করে লিখেছেন, “এটাই প্রমাণ করে, ছেলেটা যমরাজের তাউ (ঠাকুরদা)-এর নাতি!” আরেকজন লিখেছেন, “কি বোকামো করছে ছেলেটা! এক ভুলেই বড় বিপদ হয়ে যেতে পারতো।” তৃতীয় একজন বলেন, “ভিউস আর লাইক পাওয়ার জন্য আজকের যুবসমাজ সবকিছু করতে প্রস্তুত।”
এই ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট rafaagrau থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই হাজার হাজার লাইক ও লাখ লাখ ভিউ পেয়েছে এই ভিডিও। তবে স্টান্ট যতই ভাইরাল হোক, এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সচেতন মানুষজন। লাইকের লোভে জীবনকে বাজি রাখা কতটা ঠিক, তা নিয়েই উঠছে প্রশ্ন।