জলমগ্ন বর্ধমান মেডিক্যাল রোড, পুরসভার প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। গোলাপবাগ থেকে স্টেশন রোড, বিসি রোড—সর্বত্র জল আর খানাখন্দের ছড়াছড়ি। রবিবার সামান্য বৃষ্টিতেই শহরের এমন বেহাল দশা দেখে বাসিন্দারা হতাশ ও ক্ষুব্ধ। বিশেষত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তার খানাখন্দে জমা জল দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা গোলাম শেখ বলেন, “জলের নীচে গর্ত বোঝা যায় না। একটু এদিক-ওদিক হলেই হোঁচট খেয়ে পড়ছি।” বর্ষার মরশুম আসার আগেই এই পরিস্থিতি শহরবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।
পুরসভা জানিয়েছে, আম্রুত প্রকল্পের পাইপলাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত সব রাস্তার সংস্কার সম্ভব নয়। তবে, পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার আশ্বাস দিয়ে বলেন, “অনেক রাস্তায় পেভার ব্লক বসানো হয়েছে। বাকি রাস্তার কাজও শীঘ্রই শুরু হবে।” কিন্তু বাসিন্দাদের অভিযোগ, গত বর্ষার পর কিছু রাস্তা সংস্কার হলেও বেশিরভাগই ফের বেহাল। বিশেষ করে মেডিক্যালের সামনের রাস্তায় অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা হচ্ছে। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, “পুরসভা বাসিন্দাদের সমস্যার দিকে নজর দিচ্ছে না। আমরা বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।”
বিসি রোডে বিদ্যুৎ খুঁটি সরানো হলেও রাস্তা মসৃণ করা হয়নি, ফলে পথচারীরা হোঁচট খাচ্ছেন। বাঁকা খালের সংস্কার না হওয়ায় ভারী বৃষ্টিতে শহর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। চেয়ারম্যান দাবি করেন, “নিকাশিনালার কাজ চলছে। আগের মতো সমস্যা হবে না।” তবে, বাসিন্দারা সংশয়ী। তারা দ্রুত গুরুত্বপূর্ণ রাস্তা, বিশেষ করে মেডিক্যালের সামনের রাস্তা, সংস্কারের দাবি জানিয়েছেন।