পশ্চিমবঙ্গে প্রথম, সিলেবাসে ড্রোন টেকনোলজির পাঠ চালু করছে সংসদ

নিজস্ব প্রতিনিধি, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) দেশের প্রথম বোর্ড হিসেবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে। এবার পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ড্রোন টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক বিষয়। রবিবার আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠনের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “২০২০-এর জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে আমরা সিবিএসই, আইসিএসই-র থেকেও এগিয়ে। আমাদের সিলেবাস এখন জেইই, নিট ও আইআইটি প্রবেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” তিনি জানান, ড্রোন টেকনোলজি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রস্তুত করবে।
বিশ্বজুড়ে ড্রোনের ব্যবহার—যুদ্ধক্ষেত্র থেকে ফুড ডেলিভারি, কুরিয়ার পরিষেবা পর্যন্ত—আলোচনার শীর্ষে। ভারতেও এর গুরুত্ব বাড়ছে। ভট্টাচার্য বলেন, “ড্রোন নিয়ে প্রাথমিক ধারণা দিয়ে আমরা পড়ুয়াদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাই।” এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে গবেষণা ও উদ্যোক্তার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে। আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল, যা এই বছর উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে, এই নতুন পাঠ্যক্রমের অংশ হবে। স্কুলের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ জানান, “এডিডিএ নতুন বিল্ডিং নির্মাণ করবে, যার শিলান্যাস শীঘ্রই হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, “এই স্কুলের প্রাক্তনী হিসেবে আমি গর্বিত। আমরা চাই, এখানে কলেজও গড়ে উঠুক।” রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় যোগ করেন, “রামকৃষ্ণ মিশনের শিক্ষার্থীরা মূল্যবোধের সঙ্গে এগিয়ে যাবে।” শিক্ষাবিদরা এই পদক্ষেপকে যুগান্তকারী মনে করছেন। তবে, শিক্ষক সংগঠনের স্বপন মণ্ডল বলেন, “নতুন বিষয় চালু করা ভালো, তবে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ জরুরি।” পড়ুয়ারা যাতে প্রযুক্তির এই নতুন যুগে পিছিয়ে না পড়ে, সেজন্য সংসদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।