‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিধানসভায় আলোচনা, রাজ্যপালের বিল অনুমোদনে সংশোধনী প্রস্তাব

‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিধানসভায় আলোচনা, রাজ্যপালের বিল অনুমোদনে সংশোধনী প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হচ্ছে ৯ জুন থেকে, যেখানে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রস্তাব আনছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এই অধিবেশনে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে সম্মান জানাতে এই আলোচনা হবে। তবে, বড় চমক হলো রাজ্যপালের হাতে আটকে থাকা বিলগুলির অনুমোদনের সময়সীমা বেঁধে দেওয়ার জন্য সংবিধান সংশোধনী প্রস্তাব। স্পিকার বলেন, “সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বিল আটকে রাখার সময়সীমা নির্ধারণে সংশোধনী প্রস্তাব আনা হতে পারে।”

তৃণমূলের কৌশল রাজনৈতিক মহলে আলোচনার বিষয়। ‘অপারেশন সিঁদুর’-এর প্রস্তাবে বিরোধী দল বিজেপির বয়কটের সম্ভাবনা কম, কারণ এটি জাতীয় গর্বের বিষয়। তবে, বিধানসভায় পাশ হওয়া বিল রাজভবনে আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের। তৃণমূল বিধায়ক সৌগত রায় বলেন, “রাজ্যপালের বিল আটকানোর প্রথা অগণতান্ত্রিক। সংশোধনী প্রস্তাব এই প্রথা ভাঙবে।” সুপ্রিম কোর্ট ইতিমধ্যে রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিল আটকানোর প্রথা নিয়ে সমালোচনা করেছে। এই প্রস্তাব কেন্দ্রে পাঠানো হলে রাজ্যপালের উপর চাপ বাড়বে বলে মনে করছে তৃণমূল।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের হিংসা নিয়ে বিশেষ অধিবেশনের দাবি তুললেও, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীরা প্রস্তাব আনুক, আলোচনার সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তারা মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় ওয়াকআউট করে।” এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদেও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তৃণমূল মনে করছে, এই অধিবেশন তাদের জাতীয়তাবাদী ইমেজকে আরও শক্তিশালী করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *