ভারত-নেপাল সীমান্তে রহস্যজনক ড্রোন, সীমান্ত বাহিনী হাই অ্যালার্টে

 ভারত-নেপাল সীমান্তে রহস্যজনক ড্রোন, সীমান্ত বাহিনী হাই অ্যালার্টে

ভারত-নেপাল সীমান্তের কামলা বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকায় সোমবার রাতে ১৫ থেকে ২০টি ড্রোন দেখা গেছে। স্থানীয় বাসিন্দা ও সীমান্ত নিরাপত্তা বাহিনী (এসএসবি) সদস্যদের বরাতে জানা গেছে, ড্রোনগুলো উত্তর-পূর্ব দিক থেকে ভারতীয় সীমান্তে প্রবেশ করে পশ্চিম দিক দিয়ে নেপালের উত্তরাঞ্চলে ফিরে যায়। এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

এসএসবি নেতৃত্বে তদন্ত চলছে
এসএসবি’র ৪৮তম ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট বিবেক ওঝা বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের জওয়ানরা ড্রোনের মতো আলোকিত বস্তু আকাশে দেখতে পেয়েছেন। এগুলো ভারতীয় সীমান্ত থেকে নেপালের দিকে চলে যায়।” তিনি আরও জানান, নেপাল সীমান্ত বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো ড্রোন মিশনের কথা স্বীকার করেনি। ইতিমধ্যে ভারতীয় বিমানবাহিনী (দিল্লি ও দরভাঙ্গা বেস) এবং স্থানীয় প্রশাসনকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

সীমান্তে জোরদার নিরাপত্তা
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আকাশপথে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের ওপর কড়া নজরদারি চলছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোনগুলোর উদ্দেশ্য এখনও অস্পষ্ট—এটি গুপ্তচরবৃত্তি, পাচার বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *