প্রেমিকের লুকিয়ে দেখা করতে এসে ধরা, গ্রামের মন্দিরে যুগলের বিয়ে দিলেন গ্রামবাসীরা

প্রেমিকের লুকিয়ে দেখা করতে এসে ধরা, গ্রামের মন্দিরে যুগলের বিয়ে দিলেন গ্রামবাসীরা

উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার খরুয়াঁও গ্রামে এক যুবক তার প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ার পর এক বিরল দৃশ্যের অবতারণা হয়। যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসীরা তাকে আটক করে।

তদন্তে যুবক-যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ার পর, গ্রামবাসীরা সামাজিক রীতিনীতি এবং উভয় পরিবারের সম্মতিক্রমে মন্দিরে তাদের বিয়ের ব্যবস্থা করেন।

জানা গেছে, যুবকটি আত্রৌলিয়া থানা এলাকার বাসিন্দা, আর যুবতী খরুয়াঁও গ্রামের মেয়ে। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যুবক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে লুকিয়ে গ্রামে এসেছিল। খবর পেয়ে কিছু গ্রামবাসী তাকে ঘিরে ধরে আটক করে। এরপর পঞ্চায়েত ডেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্দিরে প্রথা মেনে সম্পন্ন হলো বিয়ে এরপর মন্দিরে প্রথা মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়। জানা গিয়েছে, এই বিয়েতে ছেলে ও মেয়ে উভয় পরিবারের সম্মতি ছিল। দুই পরিবারই এই বিয়েতে খুশি। বিয়ে নিয়ে কোনো ধরনের বিবাদও সৃষ্টি হয়নি। এই ঘটনাটি গোটা গ্রামে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই এটিকে গ্রামীণ সমাজের সামাজিক ব্যবস্থা এবং নৈতিক মূল্যবোধের একটি উদাহরণ হিসেবে দেখছেন।

এর আগেও এমন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে উল্লেখ্য, উত্তরপ্রদেশে গ্রামবাসীদের দ্বারা প্রেমিক-প্রেমিকার বিয়ের ব্যবস্থা করার এটিই প্রথম ঘটনা নয়। এর আগেও রাজ্য থেকে এ ধরনের ঘটনা সামনে এসেছে। উত্তরপ্রদেশের জালৌন জেলার এক গ্রামেও এক প্রেমিক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিল। গ্রামবাসীরা ও মেয়ের বাড়ির লোক বিষয়টি জানতে পেরে দু’জনকে ধরে ফেলে এবং গ্রামের কালী মন্দিরে তাদের বিয়ে দেওয়া হয়। এমনকি উত্তরপ্রদেশের রামপুরেও গ্রামবাসীরা পুলিশের উপস্থিতিতে এক প্রেমিক-প্রেমিকার বিয়ে দিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *