৩১ বার এভারেস্ট জয়, বিশ্বরেকর্ড গড়লেন ‘এভারেস্ট ম্যান’ কামি রিটা

৩১ বার এভারেস্ট জয়, বিশ্বরেকর্ড গড়লেন ‘এভারেস্ট ম্যান’ কামি রিটা

এভারেস্ট, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। একবার যে শিখর ছোঁয়ার স্বপ্নে বিভোর থাকেন যেকোনো পর্বতারোহী। কিন্তু নেপালের কামি রিটা যা করলেন, তা বোধহয় স্বপ্নেরও অগোচরে। ৩১ বার এভারেস্ট জয় করে নজির গড়লেন ‘এভারেস্ট ম্যান’। এর আগেই তিনি সবচেয়ে বেশিবার এভারেস্টে উঠে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এবার নিজেই নিজের নজির ভাঙলেন তিনি।

১৯৯৪ সালে প্রথমবার একটি বাণিজ্যিক অভিযানের অংশীদার হয়ে এভারেস্টে ওঠেন ৫৫ বছর বয়সী কামি। সেই থেকে আর থামেননি তিনি। এভারেস্টের নেশা বোধহয় তার রক্তের গভীরে ঢুকে পড়েছিল। ‘হেলায়’ এভারেস্ট জয় করেছেন বারবার। যদিও ৩০তম বারে এই নজির গড়ার সময় তার সহজ সরল বক্তব্য ছিল, “কোনো নজির গড়তে এভারেস্টে উঠি না। রেকর্ড হয়েছে এটা আনন্দের। কিন্তু আমি এভারেস্টে উঠি কাজের জন্য। বরং আমি বেশি খুশি যে, আমার কারণে নেপাল বিশ্বে এক নতুন পরিচয় পেল।”

মঙ্গলবার (২৭ মে, ২০২৫) স্থানীয় সময় বিকেল চারটের সময় কামি ফের একবার এভারেস্ট জয় করলেন। ওই অভিযানের উদ্যোক্তা ‘সেভেন সামিট ট্রেকস’-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কামি রিটা শেরপার সঙ্গে কারও পরিচয় করানোর দরকার নেই। উনি কেবল একজন পর্বতারোহী হিরো মাত্র নন, এভারেস্টের বৈশ্বিক প্রতীক।’

কামি বারে বারে এভারেস্টে উঠেছেন। এমনকি কোনো কোনো বছরে দু’বার করেও উঠেছেন! ২০২৩ এবং ২০২৪ সালে জোড়া এভারেস্ট জয়ের নজিরও গড়েন নেপালের এই তারকা পর্বতারোহী। তার কাছাকাছি একমাত্র পৌঁছতে পেরেছেন নেপালের শেরপা পাসাং দাওয়া, যিনি ২৯ বার এভারেস্টে উঠেছেন। কিন্তু কামি তাকেও পিছনে ফেলে দু’কদম এগিয়ে গেলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *