একবার প্রতিশ্রুতি দিলে নিজের কথাও শুনি না, বিমান বাহিনী প্রধানের সালমান-স্টাইল

একবার প্রতিশ্রুতি দিলে নিজের কথাও শুনি না, বিমান বাহিনী প্রধানের সালমান-স্টাইল

‘অপারেশন সিন্দুর’-এর সাফল্য উদযাপন করতে গিয়ে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং সিআইআই শীর্ষ সম্মেলনে সালমান খানের ‘ওয়ান্টেড’ ছবির সংলাপ উদ্ধৃত করেন: “একবার আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, তারপর আমি নিজের কথাও শুনি না।” এই মন্তব্যে হল করতালিতে মুখরিত হয়। তিনি বলেন, “অপারেশন সিন্দুর জাতীয় বিজয়। এটি সেনাবাহিনী ও শিল্পের সমন্বয়ে সম্ভব হয়েছে।” ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি অঙ্গীকার জোর দিয়ে তিনি শিল্পের সঙ্গে আস্থার সম্পর্কের ওপর গুরুত্ব দেন।

২২ এপ্রিল পাহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ৭ মে শুরু হওয়া ‘অপারেশন সিন্দুর’-এ জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বাসহ ১০০-র বেশি সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানের প্রতিশোধমূলক গোলাবর্ষণ ও ড্রোন হামলার চেষ্টার জবাবে ভারত ১১টি বিমানঘাঁটি ধ্বংস করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “আমরা সংযম দেখিয়েছি, তবে পাকিস্তান সন্ত্রাসবাদের মূল্য বুঝেছে। আলোচনা শুধু পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে হবে।” বিশ্লেষকদের মতে, এই অভিযান ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রমাণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *