নেপালে রাজতন্ত্রের দাবিতে উত্তাল পরিস্থিতি, সাবেক মন্ত্রী গ্রেপ্তার

ভারতের প্রতিবেশী দেশ নেপালে ফের রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে তীব্র আন্দোলন শুরু হয়েছে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এরই মধ্যে গত রবিবার (১ জুন) রাজধানী কাঠমান্ডুতে রাজতন্ত্রপন্থী এক বিক্ষোভ চলাকালীন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কমল থাপা-সহ প্রায় ছয়জন আন্দোলনকারীকে নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
জাতীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিএস) এবং আরপিএস নেপাল-সহ বিভিন্ন রাজতন্ত্রপন্থী সংগঠনগুলো নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনা এবং হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের চতুর্থ দিনে নারায়ণ চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। কাঠমান্ডুর নারায়ণহিটি প্রাসাদ সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের বিক্ষোভ ও জনসমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই এলাকায় বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র এপিল বোহোরা জানিয়েছেন, আরপিএস-এর সভাপতি এবং রাজতন্ত্রের কট্টর সমর্থক রাজেন্দ্র লিংডেন এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াটারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। বোহোরা আরও জানান, থাপা এবং অন্যদের নারায়ণহিটি প্রাসাদ জাদুঘরের আশেপাশে নিষিদ্ধ এলাকা লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ১,২০০ রাজতন্ত্রপন্থী বিক্ষোভকারী প্রজাতন্ত্র পদ্ধতির বিরুদ্ধে এবং রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিতে দিতে এই প্রতিবাদে অংশ নেয়। বিক্ষোভকারীরা প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের ছবি হাতে নিয়ে প্রধানমন্ত্রী কেপি ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধেও স্লোগান দেয়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নেপালে রাজতন্ত্র ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।