নাকা চেকিংয়ের ডিউটিরত অবস্থায় কনস্টেবল নিজের মাথায় গুলি করলেন, নেপথ্যে কী?

উত্তর ২৪ পরগনা: নাকা চেকিং চলাকালীন আচমকাই নিজের সার্ভিস রিভলবার বের করে নিজের মাথায় গুলি করলেন এক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকায়। সোমবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ওই কনস্টেবলের নাম বিভাষ ঘোষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত দশটা নাগাদ প্রতিদিনের মতোই নাকা চেকিং চলছিল। সেই সময় কর্তব্যরত কনস্টেবল বিভাষ ঘোষ হঠাৎই পকেট থেকে নিজের সার্ভিস রিভলবার বের করে কিছু বুঝে ওঠার আগেই নিজের মাথায় গুলি করেন। গুলির শব্দে সকলে হতবাক হয়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, বিভাষ ঘোষ দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন। তবে শুধুমাত্র এই কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক বিবাদ বা অন্য কোনো সমস্যার কারণে তিনি এই কাজ করেছেন কিনা, তা জানতে তদন্ত শুরু হয়েছে।