প্রেমিকের সঙ্গে পরকীয়ায় স্ত্রীকে ধরেও এ কেমন কাজ করলেন স্বামী! দেখুন ভাইরাল ভিডিও

প্রেমিকের সঙ্গে পরকীয়ায় স্ত্রীকে ধরেও এ কেমন কাজ করলেন স্বামী! দেখুন ভাইরাল ভিডিও

স্বামীকে লুকিয়ে ভাইপোর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এক তরুণী। সেই সম্পর্কের কথা অবশ্য গোপন থাকেনি স্বামীর কাছে। সম্প্রতি ভাইপোর সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। স্ত্রীর বিশ্বাসঘাতকতায় মন ভেঙে গেলেও উত্তরপ্রদেশের বুলন্দশহরের ওই তরুণ কোনো হঠকারী সিদ্ধান্ত নেননি। বরং স্ত্রী ও তাঁর প্রেমিকের হাত ধরে সোজা গিয়ে হাজির হন থানায়।

থানায় অভিযোগ জানানোর পর তিনজনেই সেখান থেকে বেরিয়ে আসেন। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি।

স্বামী বা স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের খবর প্রায়শই সংবাদ শিরোনামে আসে। রাগের মাথায় অনেকে প্রতিশোধ নিতে নানা কাণ্ড ঘটান। কিন্তু এই তরুণ স্ত্রীকে তাঁর ভাইপোর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেও রাগের বশে কোনো সিদ্ধান্ত নেননি। তাঁর স্ত্রীর বিরুদ্ধে অনেক দিন ধরেই বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ ছিল। কিছুদিন আগেই স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন ওই তরুণ। তিনি থানায় গিয়ে শান্তভাবে পুরো ঘটনাটি বর্ণনা করেন। এরপর সবাইকে অবাক করে দিয়ে স্ত্রী ও তাঁর প্রেমিককে আশীর্বাদ করেন। সন্তান এবং স্ত্রীকে ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে তিনি একসঙ্গেই থানা থেকে বেরিয়ে আসেন।

এক্স হ্যান্ডেলে ‘সচিন গুপ্ত’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিওটি দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন। তরুণী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিও দেখার পর অনেকেই তরুণীর স্বামীর আচরণের প্রশংসা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *