গভীর রাত পর্যন্ত চলল ভারতীয় বায়ুসেনার মহড়া, পাকিস্তান সীমান্তে তুুমুল তৎপরতা

গভীর রাত পর্যন্ত চলল ভারতীয় বায়ুসেনার মহড়া, পাকিস্তান সীমান্তে তুুমুল তৎপরতা

ভারতীয় বায়ুসেনার মহড়ার সময় রহস্যজনকভাবে গভীর রাত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান সীমান্তের পশ্চিমাংশে ভারতীয় বায়ুসেনা টানা মহড়া চালাবে, যা বুধবার মধ্যরাত পর্যন্ত চলবে। যে মহড়া রাত ৯টায় শেষ হওয়ার কথা ছিল, তা আচমকাই রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়সীমা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সীমান্তবর্তী এলাকায় নতুন করে নোটাম (Notice to Airmen) জারি করা হয়েছে, অর্থাৎ ওই অঞ্চলের আকাশে মধ্যরাত পর্যন্ত কোনো বিমান উড়বে না।

এদিকে, মধ্যরাত পর্যন্ত এই মহড়া চালানোর সিদ্ধান্তে পাকিস্তান বায়ুসেনাও নিজেদের সতর্ক করে রেখেছে। সূত্র মারফত জানা গিয়েছে, “অপারেশন সিঁদুর” মাঝরাতেই হয়েছিল, তাই ইসলামাবাদ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। এই মহড়ার জন্য আগেই নোটাম জারি করা হয়েছিল, এবং এটি গুজরাটের উপকূলবর্তী এলাকায় বুধবার দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হয়েছে। রাফায়েল, সুখোই, জাগুয়ারের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *