এক ব্যক্তির মৃত্যু, বিচ্ছিন্ন দ্বীপে পরিণত বাংলার গ্রাম! পাঁচশো পরিবারের জীবন কাটছে চরম দুর্দশায়

এক ব্যক্তির মৃত্যু, বিচ্ছিন্ন দ্বীপে পরিণত বাংলার গ্রাম! পাঁচশো পরিবারের জীবন কাটছে চরম দুর্দশায়

বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের কুল্যাম গ্রামের পাঁচ শতাধিক পরিবার এক ভয়াবহ বাস্তবতার শিকার। গ্রামে যাওয়ার একমাত্র পাকা সড়কের মাঝে থাকা একটি কালভার্ট দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এই ভগ্নপ্রায় কালভার্টের কারণে গ্রামটি কার্যত একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে, যার ফলে গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। স্কুল-কলেজে যাতায়াত থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

গ্রামের মানুষ বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কালভার্টের অবস্থার কোনো উন্নতি হয়নি। অগত্যা নিত্যদিন জঙ্গলের মাঝখান দিয়ে ভাঙাচোরা মাটির ঘুরপথে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন কুল্যাম গ্রামের বাসিন্দারা। প্রায় এক বছর আগে এই ভাঙা কালভার্ট দিয়ে জোড়খাল পারাপার করতে গিয়ে একজন প্রাণ হারিয়েছেন এবং ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। বর্ষাকালে তো এই পথ দিয়ে যাতায়াত করা আরও বিপজ্জনক হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত জানানো হলেও কোনো লাভ হয়নি। প্রশাসনের এই উদাসীনতা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *