আদানিকে চমকে দিল তার বেতন! জানলে অবাক হবেন আপনিও

আদানিকে চমকে দিল তার বেতন! জানলে অবাক হবেন আপনিও

ভারতের তো বটেই, এশিয়ার অন্যতম শীর্ষ ধনী শিল্পপতি গৌতম আদানি। কিন্তু তার বেতন জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আশ্চর্যের বিষয় হলো, দেশের বহু সিইও এবং এমডির তুলনায় তার বেতন অনেক কম। সড়ক থেকে বন্দর পর্যন্ত বিস্তৃত বিশাল ব্যবসার মালিক হয়েও গৌতম আদানির বার্ষিক বেতন দেশের অন্যান্য বড় শিল্পপতিদের থেকে বেশ কম।

গৌতম আদানি ২০২৪-২৫ অর্থবছরে মোট ১০.৪১ কোটি টাকা বেতন পেয়েছেন, যা ২০২৩-২৪ সালের ৯.২৬ কোটি টাকার তুলনায় ১২ শতাংশ বেশি। তার এই পারিশ্রমিক দেশের অন্যান্য শীর্ষস্থানীয় নির্বাহীদের বেতনের তুলনায় বেশ নগণ্য। যেমন, ভারতী এয়ারটেলের সুনীল ভারতী মিত্তল ৩২.২৭ কোটি, বাজাজের রাজীব বাজাজ ৫৩.৭৫ কোটি, এবং হিরো মটোকর্পের পবন মুঞ্জাল ১০৯ কোটি টাকা বেতন পান। এমনকি, আদানি গ্রুপের প্রধান কো ম্পা নি আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের সিইও বিনয় প্রকাশ ৬৯.৩৪ কোটি টাকা বেতন পেয়েছেন, যা গৌতম আদানির বেতনের চেয়ে অনেক বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *