ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মালদায়, নেশাগ্রস্ত যুবকের অস্বাভাবিক পরিণতি!
June 9, 20259:55 am

মালদার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের রাঙ্গামাটি এলাকার গির্জাঘর রেললাইনে রবিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ট্রেনের ধাক্কায় প্রাণ হারান ৩০ বছর বয়সী যামাদার শেখ। পেশায় ট্রাক্টর চালক যামাদার ছিলেন নেশায় আসক্ত।
পারিবারিক সূত্রে খবর, সম্প্রতি বাড়িতে অশান্তি হয়েছিল যামাদারের। এই ঘটনার আকস্মিকতায় হতবাক পরিবার। খবর পেয়ে রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।