টাকার জন্য স্ত্রীকে খুন! মুর্শিদাবাদে মর্মান্তিক ঘটনা, স্তম্ভিত গ্রাম

নদীয়ার ধানতলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে সরিফুল মন্ডল নামে এক ব্যক্তি তার স্ত্রী মুসলিমাকে নির্মমভাবে হত্যা করেছে। জানা গেছে, বিয়ের পর থেকেই সরিফুল তার স্ত্রীর ওপর বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত এবং শারীরিক নির্যাতন করত। মুসলিমার পরিবার জামাইয়ের চাহিদা মেটাতে ২ লক্ষ টাকা দিলেও নির্যাতন বন্ধ হয়নি। অবশেষে, সোমবার দুপুরে সরিফুল শাবল দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে।
ঘটনার পর সরিফুল ধানতলা থানায় আত্মসমর্পণ করে। মুসলিমার বড় ছেলে সিঁড়ির ঘর দিয়ে ভেতরে ঢুকে মায়ের নিথর দেহ দেখে মামাবাড়িতে খবর দেয়। এরপর মুসলিমাকে আড়ংঘাটা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই খবর শুনে মুসলিমার পরিবারের সদস্যরা সরিফুলের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন। ধানতলা থানার পুলিশ সরিফুলের বাড়িসহ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং মুসলিমার মরদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে।