নবান্নের ঘুম ভাঙল বকেয়া ডিএ’র দাবিতে, ২৬শে জুনের মধ্যে না পেলে বড় আন্দোলনের পথে সরকারি কর্মীরা

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ডিএ-র ২৫ শতাংশ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৭শে জুনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা থাকলেও, সরকারি তরফে এখনও কোনও সুনির্দিষ্ট আপডেট মেলেনি। এই পরিস্থিতিতে, যদি নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া টাকা না মেটানো হয়, তাহলে রাজ্যের সরকারি কর্মীরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পর্যন্ত তারা অপেক্ষা করবেন এবং এর অন্যথা হলে নবান্ন অভিযানের ডাক দেবেন।
রাজ্য সরকারি কর্মীদের ১৪১ মাসের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বকেয়া রয়েছে। সুপ্রিম কোর্ট গত ১৬ই মে নির্দেশ দেয় যে, চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র ২৫% কর্মীদের হাতে তুলে দিতে হবে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় এবং ৬ সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধের কথা জানায়। আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে, তবে তার আগে নবান্নকে দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।