ভবিষ্যতের ভাবনা অবসরের ঠিকানা, এক লাফে পেনশন ৬৫০০ টাকা বাড়বে কি?

ভবিষ্যতের ভাবনা অবসরের ঠিকানা, এক লাফে পেনশন ৬৫০০ টাকা বাড়বে কি?

পিএফের ন্যূনতম পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০০ টাকা করার দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু হচ্ছে। আগামী ১১ জুন কলকাতার মৌলালীর রামলীলা ময়দানে পেনশনভোগীরা জমায়েত করবেন। ৭৫০০ টাকা মাসিক পেনশন এবং আরও বেশ কিছু দাবিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে। পেনশন বৃদ্ধির এই দাবি দীর্ঘদিনের, কিন্তু কেন্দ্র সরকার বরাবরই তা উপেক্ষা করে আসছে বলে অভিযোগ।

জানা গেছে, পিএফের পেনশন নিয়ে কেন্দ্রের দাবি হলো তারা নূন্যতম পেনশনের অঙ্ক ১০০০ টাকা করেছে। কিন্তু এই পরিস্থিতিতে পেনশনভোগীরা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামছেন। গোটা ভারত জুড়েই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য সভাপতি তপন দত্ত জানিয়েছেন, ১১ জুন মৌলালির রামলীলা ময়দানে জমায়েতের পর সারা দেশে আন্দোলন চলবে। তাঁদের আশা, এই দেশব্যাপী আন্দোলনের ফলে সরকার তাঁদের দাবি বিবেচনা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *