আহমেদাবাদ বিমান দুর্ঘটনা অলৌকিকভাবে বেঁচে ফিরলেন এক যাত্রী

বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় যখন অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, তখন সিট ১১এ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে এক যাত্রীকে। আহত অবস্থায় তাকে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।
ওই যাত্রীর নাম রমেশ বিশ্বাস কুমার (৪০)। বুকে, চোখে এবং পায়ে আঘাত লেগেছে তার। তিনি জানান, বিমান ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যেই বিকট শব্দ হয় এবং তারপরই বিমানটি ভেঙে পড়ে। তিনি যখন জ্ঞান ফিরে পান, তখন চারপাশে শুধু মৃতদেহ দেখতে পান। গেটউইকগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে ২৩২ যাত্রী এবং চালকদলের সদস্য সহ মোট ২৪২ জন ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক। রমেশ বিশ্বাস কুমার তার ভাই অজয় কুমার রমেশের (৪৫) সাথে যুক্তরাজ্যে যাচ্ছিলেন।