আদানি-DMIHER জোট: স্বাস্থ্যসেবায় বিশ্বমানের উৎকর্ষ কেন্দ্র গড়ার স্বপ্ন!

আদানি ফাউন্ডেশন, আদানি গ্রুপের CSR শাখা, মহারাষ্ট্রের দত্ত মেঘে ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ (DMIHER)-এর সঙ্গে হাত মিলিয়েছে, সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা শিক্ষা ও পরিষেবায় বৈশ্বিক উৎকর্ষ কেন্দ্র (CoE) গড়ে তুলতে। গৌতম আদানির দর্শন ‘সেবা হি সাধনা হ্যায়’-এর প্রেরণায় এই সহযোগিতা DMIHER-কে একাডেমিক উদ্ভাবন, ক্লিনিকাল গবেষণা ও সম্প্রদায়ের স্বাস্থ্যসেবায় অগ্রগামী প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে। ১৫টি ইনস্টিটিউট ও ৫টি শিক্ষাদান হাসপাতালের মাধ্যমে ১৩টি শাখায় ২১৭টি একাডেমিক প্রোগ্রাম পরিচালিত হয়, যার মধ্যে স্নাতক থেকে ডক্টরেট ও ফেলোশিপ কোর্স রয়েছে। এই জোট স্বাস্থ্যসেবাকে কেবল চিকিৎসা কেন্দ্র নয়, সেবা ও মর্যাদার প্রতীক হিসেবে পুনর্বিন্যাস করবে।
আদানি ফাউন্ডেশনের চেয়ারপারসন ডঃ প্রীতি আদানি বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা ও শিক্ষা একটি মৌলিক অধিকার। এই সহযোগিতা ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে অবদান রাখবে। DMIHER-এর প্রতিষ্ঠাতা শ্রী দত্ত মেঘে জানিয়েছেন, ৩৫ বছরের স্বনির্ভর স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা এই জোটের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছবে। এই সহযোগিতা সাশ্রয়ী, স্কেলযোগ্য ও উচ্চমানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলে সম্প্রদায়ের উন্নয়নে কাজ করবে, যা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতির প্রতিশ্রুতি পূরণ করবে।