শেফালি জারিয়াওয়ালার মৃত্যুর পর হাসপাতালে স্বামী পরাগ ত্যাগী, হাতজোড় করে পাপারাজ্জিদের বললেন- ‘প্লিজ এখন নয়…’

শেফালি জারিয়াওয়ালার মৃত্যুর পর হাসপাতালে স্বামী পরাগ ত্যাগী, হাতজোড় করে পাপারাজ্জিদের বললেন- ‘প্লিজ এখন নয়…’

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিয়াওয়ালা শুক্রবার গভীর রাতে মারা গেছেন। তাঁর স্বামী পরাগ ত্যাগী তাঁকে বেলেভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করান, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শেফালির বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ জানানো হয়নি। অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, শেফালির বাড়িতে তাঁর রাঁধুনি এবং গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিনেত্রীর স্বামী ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতেই রয়েছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় শেফালি জারিয়াওয়ালার মৃত্যুর পর স্বামী পরাগ ত্যাগীর একটি ভিডিও সামনে এসেছে, যেখানে স্ত্রীকে হারানোর পর তাঁকে দিশেহারা দেখা যাচ্ছে।

পাপারাজ্জিদের শেয়ার করা সাম্প্রতিক ভিডিওতে পরাগ ত্যাগীকে মিডিয়ার সামনে হাতজোড় করে বলতে দেখা যাচ্ছে, ‘প্লিজ এখন করবেন না।’ তাঁর এই ভিডিও দেখে অনুরাগীরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

ভিডিওতে পরাগকে হাসপাতাল থেকে গাড়িতে বের হতে দেখা যায়। সেখানে পাপারাজ্জিরা তাঁর ছবি তোলেন। ক্লিপটিতে অভিনেতাকে মুখ লুকোতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে। অনুরাগীরা পাপারাজ্জিদের এই দুঃখের সময়ে তাঁকে একা ছেড়ে দেওয়ার কথা বলছেন।

এছাড়াও, অন্য একটি ভাইরাল ভিডিওতে শেফালি জারিয়াওয়ালার মা ও পরিবারের সদস্যদের গাড়িতে করে অভিনেত্রীর বাড়িতে যেতে দেখা গেছে। এই ভিডিও দেখেও অনুরাগীরা বেশ আবেগপ্রবণ হয়ে পড়ছেন।

প্রসঙ্গত, ‘কাঁটা লাগা’ গানটির মাধ্যমে শেফালি জারিয়াওয়ালা জনপ্রিয়তা লাভ করেন। এরপর ‘বিগ বস ১৩’-এ অংশ নেওয়ার পর তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। তাঁকে ‘মুঝসে শাদি করোগি’-তেও একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল। এছাড়াও তিনি কয়েকটি রিয়্যালিটি শোয়েরও অংশ ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *