প্রকাশ্য দিবালোকে যুবতীকে হেনস্তা, প্রবীণ ব্যক্তি আটক
July 1, 202510:55 am

মুজফ্ফরনগরের খালাপার এলাকার সিটি সেন্টার সংলগ্ন এলাকায় এক প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে এক যুবতীকে হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগ, পথচারী ওই যুবতীকে অশালীন ইঙ্গিত করেন অভিযুক্ত। এর প্রতিবাদ জানালে তিনি যুবতী ও তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এরপর উত্তেজিত হয়ে ওই যুবতী প্রবীণ ব্যক্তিকে মারধর করেন। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং তাঁর বিরুদ্ধে হেনস্তার অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।