তিস্তার বুকে মায়ের ছুঁড়ে ফেলা শিশুকে বাঁচালো দুই স্কুলছাত্রী

তিস্তার বুকে মায়ের ছুঁড়ে ফেলা শিশুকে বাঁচালো দুই স্কুলছাত্রী

জলপাইগুড়ির ময়নাগুড়িতে এক মর্মান্তিক ঘটনায় দুই স্কুলছাত্রীর সাহসিকতায় রক্ষা পেল এক শিশুর প্রাণ। পারিবারিক চরম দারিদ্র্যের কারণে মা তার দেড় বছরের শিশুপুত্রকে তিস্তা নদীতে ফেলে দেন। এমন হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী ছিল নবম শ্রেণির ছাত্রী মল্লিকা পাল ও পৌলমী কীর্তনিয়া। কোনো দ্বিধা না করে তারা দুজন খরস্রোতা নদীতে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। তাদের এই অসামান্য সাহসিকতার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করার ঘোষণা করেছেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন।

এই ঘটনা রবিবার বিকেলে ময়নাগুড়ির মরিচবাড়ি এলাকার তিস্তা সেতু সংলগ্ন এলাকায় ঘটে। শিশুটির মা সীমা বাওয়ালি জানান, স্বামীর কাজ না থাকায় চরম আর্থিক সংকটের মধ্যে তারা দিন কাটাচ্ছিলেন। ক্ষুধার্ত শিশুর কান্না সহ্য করতে না পেরে তিনি এই চরম পদক্ষেপ নেন। স্থানীয়দের তৎপরতায় মা ও শিশুকে পুলিশ উদ্ধার করে। প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে খাদ্যসামগ্রী ও জামাকাপড়সহ প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে এবং পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *