রেল যাত্রায় বাড়ল খরচ, বদল এল সংরক্ষণ ও বুকিংয়ের নিয়মে
July 1, 202512:16 pm

আজ, ১ জুলাই থেকে ভারতীয় রেলওয়ের বিভিন্ন পরিষেবাতে বড় পরিবর্তন এসেছে। পাঁচ বছর পর রেলের ভাড়া বাড়ানো হয়েছে, যা মেইল ও এক্সপ্রেস ট্রেনের এসি এবং নন-এসি উভয় কোচের ক্ষেত্রেই প্রযোজ্য। দূরত্বের উপর ভিত্তি করে এই ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে। এছাড়াও, সংরক্ষিত আসন এবং তৎকাল টিকিটের নিয়মেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে টিকিট রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার ৪ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা আগে প্রকাশ করা হবে, যা অপেক্ষমান টিকিটধারীদের জন্য সুবিধাজনক। তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হয়েছে; IRCTC অ্যাকাউন্ট আধার-সংযুক্ত না হলে এখন থেকে তৎকাল টিকিট কাটা যাবে না। তবে, শহরতলির ট্রেন ও সিজন টিকিটের ভাড়ায় কোনো পরিবর্তন হয়নি।