লিভ-ইন পার্টনারকে শ্বাসরোধে খুন, লাশের পাশেই ২ দিন ঘুম প্রেমিকের!

মধ্যপ্রদেশের ভোপালে এক ভয়াবহ ঘটনায় লিভ-ইন সম্পর্কে থাকা এক যুবক তার প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অভিযুক্ত প্রেমিক টানা দু’দিন ধরে মৃতদেহের পাশেই ঘুমিয়েছিলেন এবং মদ্যপানও করেছেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভোপালের বাজারিয়ার কারারিয়া এলাকায়। পুলিশ অভিযুক্ত সচিন রাজপুতকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতা ঋতিকা সেন (২৯) গত ৯ মাস ধরে সচিন রাজপুতের (৩২) সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। বেকার সচিন ২৭ জুন বচসার সময় ঋতিকাকে শ্বাসরোধ করে খুন করে। এরপর সে মৃতদেহ চাদরে মুড়ে ফেলে রাখে এবং দু’দিন ধরে তার পাশেই ঘুমায়। খুনের কথা সচিন নিজেই বন্ধুদের কাছে স্বীকার করলে পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঋতিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িত সন্দেহে এই খুন করা হয়েছে। পুলিশ হত্যা মামলা রুজু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।