জম্মু-কাশ্মীরে হামলার আগে ভারতকে সতর্ক করেছিল আমেরিকা, পাকিস্তানকে কড়া জবাব মোদীর

পাহেলগাম হামলার আগে পাকিস্তানকে রুখতে ভারতের উপর বড়সড় হামলার হুমকি দিয়েছিল আমেরিকা। তবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই হুমকিতে প্রভাবিত হননি। বরং পাল্টা জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এমনটাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়, পারমাণবিক অস্ত্র নিয়ে ব্ল্যাকমেলের কৌশল ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে আটকাতে পারবে না।
বিদেশমন্ত্রী আরও জানান, ২২ এপ্রিল পাহেলগামে হওয়া হামলা ছিল অর্থনৈতিক যুদ্ধ এবং এর লক্ষ্য ছিল কাশ্মীরের পর্যটন শিল্পকে ধ্বংস করা। হামলায় ২৬ জন নিরপরাধ নাগরিকের মৃত্যু হয়েছিল, যার দায় স্বীকার করে পাকিস্তান-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন, জঙ্গিদের কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং তাদের যারা সমর্থন ও অর্থায়ন করে, সেই সরকারকেও রেহাই দেওয়া হবে না। ভবিষ্যতে জঙ্গিদের ওপর সরাসরি হামলা চালানো হবে।