সুস্মিতা রায়ের বিবাহ বিচ্ছেদ, জন্মদিনে এলো আনুষ্ঠানিক ঘোষণা
July 1, 20254:36 pm

অভিনেত্রী সুস্মিতা রায় তার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন। স্বামীর সঙ্গে যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সুস্মিতার বন্ধু ও দেওর, অভিনেতা সায়ক চক্রবর্তী নিশ্চিত করেছেন যে, সম্পর্কে কিছু সমস্যা ছিল এবং সেগুলো সমাধানের চেষ্টা করেও শেষ পর্যন্ত বিচ্ছেদ আটানো যায়নি।
সায়ক চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “Happy Birthday সুস্মিতা তোকে আর কুটনি বৌদি বলে ডাকা হবে না। খুব ভালো থেকো।” এই ঘোষণার মাধ্যমে সুস্মিতা রায়ের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি ঘটল।