যানজট এড়াতে রেললাইনে বাইক ২০০, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

মধ্যপ্রদেশের শ्योপুরে বিদ্যুৎ সমস্যা নিয়ে বিক্ষোভের জেরে জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে অভিনব ঘটনা ঘটে। যানজট এড়াতে প্রায় ২০০ বাইক আরোহী চম্বল নদীর ওপর দিয়ে চলে যাওয়া একটি পুরনো ন্যারোগেজ রেললাইন ব্যবহার করেন। এই লাইনটি গত সাত বছর ধরে অব্যবহৃত হলেও, ঝুঁকি নিয়ে বাইক আরোহীরা সেটি পার হন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সংকীর্ণ রেললাইন ধরে বাইকগুলো সাবধানে এগোচ্ছে এবং নিচে খরস্রোতা চম্বল নদী বয়ে চলেছে।
এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, যানজট মোকাবিলায় প্রশাসন বিকল্প পথের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এমন বিপজ্জনক পরিস্থিতিতে কোনো বড় দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নিত, সেই প্রশ্নও উঠছে।
#मध्यप्रदेश के श्योपुर में रेलवे पटरी से गुजरी बाइकों की रैली..वीडियो सोशल मीडिया पर वायरल.. pic.twitter.com/RNCbOw8RUh
— News Art (न्यूज़ आर्ट) (@tyagivinit7) June 30, 2025