উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদেও টাকার লেনদেন, CBI হাইকোর্টে জানাল
July 1, 20255:26 pm

উচ্চ প্রাথমিকের সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগ পেতেও টাকার লেনদেন হয়েছে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জানাল সিবিআই। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সিবিআই জানায়, শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষায় কতজন টাকা দিয়েছেন, তা বর্তমানে পৃথকভাবে চিহ্নিত করা সম্ভব নয়।
তদন্তকারীরা জানান, এফআইআর করার জন্য আদালতের অনুমতির প্রয়োজন এবং রাজ্য সরকারের অনুমোদনের অভাবে তদন্তে সমস্যা হচ্ছে। সিবিআই আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতে বলেন, সুপার নিউমেরারি মামলা এবং অন্যান্য নিয়োগ দুর্নীতির মামলা একে অপরের সঙ্গে যুক্ত হওয়ায় আদালতের অনুমতির প্রয়োজন। এই মামলার পরবর্তী শুনানি ৪ জুলাই। উল্লেখ্য, এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে বিচারাধীন।