বাবা বনাম অখিলেশ ‘আন্ডারটেবিল ফিজ’ বিতর্কে ধীরেন্দ্র শাস্ত্রীর পাল্টা জবাব
July 1, 20256:17 pm

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের ‘আন্ডারটেবিল ফিজ’ সংক্রান্ত মন্তব্যের জেরে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে এবার কড়া জবাব দিলেন বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি মন্তব্যকারীদের উদ্দেশ্যে বলেন, “ভগবান করুন, তাঁদের রুটি হজম হোক।” শাস্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি কেবল সনাতন ধর্মের জন্যই বাঁচেন ও মরেন।
এক মাস বিদেশ সফর থেকে ফেরার পর ধীরেন্দ্র শাস্ত্রী ইটাওয়ায় কথাবাচকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দেন। তিনি রাজনীতিতে জাতপাত, অঞ্চলবাদ ও ভাষাবাদ ব্যবহারেরও তীব্র নিন্দা করেন। ধীরেন্দ্র শাস্ত্রী ক্যান্সারের চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণের জন্য ভক্তদের কাছে ইট দান করার আবেদন জানান।