ব্রাজিল চাইছে ভারতের অস্ত্র! মোদীর সফরের আগেই ‘আকাশ’ কেনার আগ্রহ
July 2, 20258:07 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিকস সম্মেলনে ব্রাজিল সফরের আগেই ভারত-ব্রাজিল প্রতিরক্ষা সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ‘অপারেশন সিন্দুর’-এ পাকিস্তানের ড্রোন হামলা রুখে দিয়ে ‘আকাশ’ এয়ার ডিফেন্স সিস্টেম তার কার্যকারিতা প্রমাণ করার পর থেকেই বিশ্বজুড়ে এর চাহিদা বেড়েছে। এখন ব্রাজিল এই ভারতীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র কিনতে আগ্রহী হয়েছে।
শুধু ‘আকাশ’ কেনাই নয়, ব্রাজিল ভারতের সাথে যৌথভাবে এই সিস্টেম তৈরি করতেও ইচ্ছুক। এছাড়া, ভারতের যোগাযোগ ব্যবস্থা, টহল জাহাজ, স্করপেন সাবমেরিন এবং গরুড় আর্টিলারি বন্দুকের প্রতিও তারা আগ্রহ দেখিয়েছে। এটি ভারত ও ব্রাজিলের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকেও বিশ্ব দরবারে তুলে ধরছে।