বলিউডে নতুন জুটি: আয়ুষ্মানের নায়িকা সারা!
July 2, 202510:26 am

অভিনেতা আয়ুষ্মান খুরানার পরবর্তী কমেডি ছবিতে তার বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে। পরিচালক মুদাস্সর আজিজের এই ছবির চিত্রনাট্য শুনে সম্মতি জানিয়েছেন সারা। আগামী আগস্ট মাস থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এই ত্রিকোণ প্রেমের গল্পে আয়ুষ্মান ও সারার সঙ্গে অভিনয় করবেন ওয়ামিকা গাব্বিও। সব ঠিক থাকলে, এটি হতে চলেছে আয়ুষ্মান এবং সারার প্রথম একসঙ্গে কাজ।