মুম্বইয়ে শিক্ষিকার লালসা, ছাত্রকে যৌন নির্যাতন ও মাদক খাইয়ে গুরুতর অভিযোগ

মুম্বই: মুম্বইয়ের এক নামী স্কুলের ইংরেজি শিক্ষিকা বিপাশা কুমারের বিরুদ্ধে একাদশ শ্রেণির এক ছাত্রকে দিনের পর দিন যৌন নির্যাতন এবং মানসিকভাবে ভেঙে পড়লে তাকে ওষুধ খাওয়ানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এই কাজে মদত দেওয়ার অভিযোগে ছাত্রটির এক সহপাঠিনীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে একটি নাচের অনুষ্ঠানে প্রথম ওই ছাত্রকে দেখেন বিপাশা কুমার। এরপর থেকেই তিনি ছাত্রটির সঙ্গ পেতে মরিয়া হয়ে ওঠেন। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি প্রথম ছাত্রটির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিক্ষিকার নির্দেশেই ছাত্রটির এক বান্ধবী তাকে এই সম্পর্কে উৎসাহ দিতে থাকে। ওই ছাত্রী ছাত্রটিকে বোঝায় যে এটি আজকাল খুবই সাধারণ ঘটনা এবং এতে কোনো সমস্যা নেই। এরপরই ছাত্রটি শিক্ষিকার সঙ্গে দেখা করতে রাজি হয়।
গাড়িতে করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বিপাশা ওই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। এই ঘটনায় ছাত্রটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে শিক্ষিকা তাকে বিভিন্ন ধরনের ওষুধ দেন। তবে এটি একবারের ঘটনা ছিল না। শিক্ষিকা দক্ষিণ মুম্বইয়ের বিভিন্ন বিলাসবহুল হোটেলে ছাত্রটিকে নিয়ে গিয়ে লাগাতার যৌন নির্যাতন চালিয়ে যান।
নির্যাতিত ছাত্রটি একসময় তার বাবা-মাকে পুরো বিষয়টি জানায়। প্রাথমিকভাবে লোকলজ্জার ভয়ে পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি। তারা ভেবেছিলেন, ছাত্রটি স্কুল পাশ করলেই এই সমস্যা থেকে মুক্তি মিলবে। কিন্তু স্কুল ছাড়ার পরও বিপাশা কুমার লাগাতার ফোনে ছাত্রটিকে বিরক্ত করতে থাকেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নির্যাতিত ছাত্রের পরিবার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ ওই শিক্ষিকা এবং ছাত্রের বান্ধবীকে গ্রেপ্তার করেছে।