পথদুর্ঘটনায় বেপরোয়া চালকের মৃত্যু, মিলবে না বিমার ক্ষতিপূরণ, জানাল সুপ্রিম কোর্ট

নিজের বেপরোয়া গাড়ি চালানোর কারণে যদি কারও মৃত্যু হয়, তবে তাঁর পরিবার বিমা সংস্থার থেকে কোনও ক্ষতিপূরণ পাবে না। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি আর মহাদেভানের একটি বেঞ্চ কর্ণাটক হাইকোর্টের একটি রায়কে বহাল রেখে এই সিদ্ধান্ত জানিয়েছে। দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত এক ব্যক্তির পরিবার ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল, যা আদালত খারিজ করে দিয়েছে।
বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, মৃত ব্যক্তি নিজেই দুর্ঘটনার কারণ হওয়ায় তাঁর আইনি উত্তরাধিকারীরা ক্ষতিপূরণ দাবি করতে পারেন না। ২০১৪ সালের ১৮ জুন এনএস রবিশা নামে এক ব্যক্তি দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাফিক নিয়ম না মেনে বেপরোয়া গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছিল বলে আদালত নিশ্চিত হয়েছে। এই রায়ের ফলে বেপরোয়া গাড়ি চালানোর ঝুঁকির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে।