কেন্দ্রের বিরুদ্ধে ধর্মঘটের প্রস্তুতি, বাড়ছে মোদি সরকারের চাপ

ইএলআই স্কিম বাতিল এবং শ্রম কোড প্রত্যাহারের দাবি-সহ একাধিক ইস্যুতে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলো। এই ধর্মঘটে সামিল হচ্ছে আন্দোলনরত কৃষক সংগঠনগুলোও। সেই অনুযায়ী রাজ্যজুড়ে প্রচার ও প্রস্তুতি শুরু করে দিয়েছে ধর্মঘটী সংগঠনগুলি। পাশাপাশি, অবিজেপি রাজনৈতিক দলগুলিও মোদি সরকারের বিরুদ্ধে এই সাধারণ ধর্মঘটে সরাসরি অংশ নিচ্ছে, যা কেন্দ্রের বিজেপি সরকারের উপর চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ইতিমধ্যে রাজ্যের প্রতিটি ব্লকে ধর্মঘটের সমর্থনে প্রচার কর্মসূচি শুরু হয়েছে, বিলি করা হচ্ছে লিফলেট ও প্রচার পুস্তিকা। ধর্মঘটী সংগঠনগুলির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রমিক ও কৃষকদের স্বার্থে বহু প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কিছুই করেননি; বরং তাঁর নীতিগুলি কৃষক ও শ্রমিক-কর্মচারীদের ক্ষতিগ্রস্ত করেছে। এবার এই বিষয়ে কেন্দ্রকে চূড়ান্ত সময়সীমা দেওয়া হবে।